• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

নিশোকে পর্দায় আমিই নিয়ে এসেছি : অপূর্ব


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৩, ০৬:১৪ পিএম
নিশোকে পর্দায় আমিই নিয়ে এসেছি : অপূর্ব
জিয়াউল ফারুক অপূর্ব ও আফরান নিশো। ছবি: সংগৃহীত

দেশের ছোট পর্দার জনপ্রিয় দুই অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও আফরান নিশো। ব্যক্তিগত জীবনে দুজনেই বেশ ভালো বন্ধু। তবে তাদের মধ্যেও যে ‘অদৃশ্য প্রতিযোগিতা’ আছে, সেটা শোবিজের অন্দরমহলে মাঝেমধ্যে শোনা যায়। বর্তমানে টালিউডের সিনেমাতে ব্যস্ত সময় পার করছেন অপূর্ব। এসময় আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে অপূর্ব বলেন, ‘নিশোকে পর্দায় আমিই নিয়ে এসেছিলাম।’

অপূর্ব ও নিশোর চেহারার মধ্যেও কিছুটা সাদৃশ্য আছে। এ কারণে কে বেশি বিড়ম্বনায় পড়েছেন এমন প্রশ্নের উত্তরে—‘বড় ছেলে’ খ্যাত অভিনেতা অকপটে বললেন, ‘বিড়ম্বনায় নিশোকে পড়তে হয়েছে। প্রচুর মানুষ ওকে অপূর্ব বলে ডাকতো। ওকে বেশ ভুগতে হয়েছে এটার জন্য। থ্যাঙ্ক গড যে, ও নিশো হয়ে উঠতে পেরেছে।’

অপূর্ব বলেন, ‘‘আসলে নিশোকে নিয়ে এসেছিলাম আমি। অভিনেতা হওয়ার আগে থেকে আমরা বন্ধু। আমি যখন নাটক শুরু করি, তখনই গাজী রাকায়েত ভাইকে বলি ওকে নাটকে নেওয়ার কথা।তার পর মাঝে অন্য কাজে ব্যস্ত ছিল। এখন আবার কাজ শুরু করেছে।’’

টালিউডে প্রতিম ডি গুপ্ত পরিচালিত ছবি ‘চালচিত্র’র মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে অপূর্বর। প্রথম সিনেমাতে প্রেমিক খোলস ছেড়ে খলচরিত্রে অভিনয় করছেন তিনি। বর্তমানে সিনেমার শুটিংয়েই কলকাতায় ব্যস্ত সময় পার করছেন দেশের জনপ্রিয় এই অভিনেতা।  

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!