এবার ঈদে ওটিটি প্লাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘মহানগর ২’। নির্মাতা আশফাক নিপুনের এ সিরিজটি অনেকের মতে দেশের ইতিহাসের সেরা ওয়েব সিরিজ। প্রশংসায় ভাসছে পুরো টিম। দর্শকদের জন্য সুখবর হচ্ছে সামনে আসছে ‘মহানগর’ সিরিজের নতুন সিজন।
হইচই বাংলাদেশের পরিচালক সাকিব আর খান রোববার (২৩ এপ্রিল) এ প্রসঙ্গে গণমাধ্যমকে বলেন, “মহানগর ৩ করার ইচ্ছা রয়েছে। ‘মহানগর ২’ তো সেভাবেই শেষ হয়েছে। এখন দেখা যাক। তবে আনুষ্ঠানিক ঘোষণা আসার আগে কিছুই নিশ্চিত নয়।”
এ সিরিজের অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য বিষয়টি নিয়ে ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, “গল্প এখানে শেষ হয়নি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ‘মহানগর ৩’ আসছে।”
তবে এখনই এ নিয়ে কিছু ঘোষণা করেননি নির্মাতা আশফাক নিপুন। তিনি অনির্বাণের পোস্টের স্ক্রিনশট ফেসবুকে পোস্ট করে লিখেছেন, “ওমা, আমাকে না জানিয়েই?”