• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

‘ফ্রেন্ডস’ তারকা ম্যাথু পেরি মারা গেছেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৩, ০১:২১ পিএম
‘ফ্রেন্ডস’ তারকা ম্যাথু পেরি মারা গেছেন
অভিনেতা ও কৌতুকশিল্পী ম্যাথু পেরি। ছবি: সংগৃহীত

মারা গেছেন আমেরিকার জনপ্রিয় অভিনেতা ও কৌতুকশিল্পী ম্যাথু পেরি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫৪। শনিবার (২৮ অক্টোবর) অভিনেতার নিজবাড়ি থেকে উদ্ধার করা হয় ম্যাথু পেরির মৃতদেহ।

সংবাদ সংস্থা সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী শনিবার লস অ্যাঞ্জেলেসের বাসভবনে বাথটাব থেকে ম্যাথু পেরির মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার মৃত্যুর কারণ সুনির্দিষ্টভাবে এখনও জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানিয়েছে লস এঞ্জেলস পুলিশ ডিপার্টমেন্ট।

নব্বইয়ের দশকে জনপ্রিয় টেলিভিশন শো ‘ফ্রেন্ডস’র প্রধান ছয় চরিত্রের অন্যতম ছিল চ্যান্ডলার বিং। আর সেই চরিত্রে অভিনয় করেই দর্শকের নজরে কাড়েন ম্যাথু। তার সংবেদনশীল কৌতুকাভিনয়ে ব্যাপক মুগ্ধ হয়েছিলেন দর্শকরা। ১৯৯৪ থেকে ২০০৪ সাল পর্যন্ত প্রচারিত সিরিজটি এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে এর শেষ পর্বটি যুক্তরাষ্ট্রের ৫২.৫ মিলিয়ন দর্শক উপভোগ করেছিল। এটি ২০০০ দশকে দর্শকদের সবচেয়ে বেশি দেখা টিভি পর্বে পরিণত হয়েছিল।

তবে পর্দায় কৌতুক চরিত্রে অভিনয় করে দর্শকের মনোরঞ্জন করলেও ক্যামেরার নেপথ্যে কঠিন জীবন যাপন করতে হয়েছিল ম্যাথুকে। ব্যথার ওষুধ ও মদে আসক্ত ছিলেন এই অভিনেতা। এমনকি একাধিকবার রিহ্যাবেও যেতে হয়েছিল তাকে। জনসমক্ষে নিজের এই লড়াইয়ের কথা তুলে ধরেছিলেন এই তারকা।

Link copied!