• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২,
  • ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭

নাচের মাঝেই মঞ্চে ধরে গেল আগুন, তবু নাচ থামাননি কৌশানি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৫, ০৯:২৯ এএম
নাচের মাঝেই মঞ্চে ধরে গেল আগুন, তবু নাচ থামাননি কৌশানি
ফাইল ছবি

মঞ্চে হঠাৎ আগুন! চারদিকে চিৎকার–চেঁচামেচি, আতঙ্কে দর্শকদের হুড়োহুড়ি—তবু অটল ছিলেন অভিনেত্রী কৌশানি মুখার্জি। আতঙ্ক নয়, তিনি বেছে নেন পেশাদারিত্ব। অগ্নিকাণ্ডের মাঝেও নিজের নাচের পারফর্মেন্স শেষ করে এই টালিউড তারকা প্রমাণ করেছেন, সত্যিকারের শিল্পী মঞ্চেই সবচেয়ে সাহসী।

সম্প্রতি এক সাংস্কৃতিক অনুষ্ঠানে ‘রক্তবীজ ২’ সিনেমার জনপ্রিয় গান ‘ও বন্ধু শোনেন না’-তে নাচ পরিবেশন করছিলেন কৌশানি। সেই সময় হঠাৎ মঞ্চের একপাশে আগুন ধরে যায়। মুহূর্তেই দর্শক ও আয়োজকদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কেউ কেউ দৌড়ে নিরাপদ স্থানে চলে যান। কিন্তু কৌশানি থামেননি—গান শেষ না হওয়া পর্যন্ত তিনি নাচ চালিয়ে যান।

টালিউড অনলাইনে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, আগুনের তীব্রতা বেশি না হলেও পরিস্থিতি ছিল বেশ উত্তেজনাপূর্ণ। কালো ফুল স্লিভ টপ ও সিক্যুয়েন্স প্যান্টে কৌশানির পারফর্মেন্সে উপস্থিত দর্শকরাও মুগ্ধ হয়ে যান তার স্থিরতা ও সাহসিকতায়।

অনুষ্ঠান শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কৌশানির প্রশংসায় ভরছে মন্তব্যের ঘর। এক দর্শক লিখেছেন, “এই জন্যই ওকে ভালোবাসি—মঞ্চে যাই হোক, সে কখনো হার মানে না।”

বর্তমানে কৌশানি মুখার্জি ‘রক্তবীজ ২’-এর প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ছবিটি আগামী শীতেই মুক্তি পেতে পারে বলে জানা গেছে।

Link copied!