বিয়ের পর আমার কাজ বেড়েছে : ফারিণ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৫, ১২:২৮ পিএম
বিয়ের পর আমার কাজ বেড়েছে : ফারিণ
তাসনিয়া ফারিণ

টিভি নাটক দিয়ে পরিচিত হলেও বড় পর্দার দিকে মনোযোগী হয়েছেন নায়িকা তাসনিয়া ফারিণ। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নিজের অভিনয় জীবন, বিয়ে ও নারী কেন্দ্রিক সিনেমার অবস্থার বিষয়েও মন্তব্য করেছেন।

ফারিণ বলেন, “আমার যাত্রাপথ খুবই কঠিন ছিল। আমরা এক টাকার পারিশ্রমিক বাড়াতে অনেক চেষ্টা করেছি। এমনকি নতুন নায়কের দু’টি সিনেমা করেই পারিশ্রমিক বেড়ে যায়, কিন্তু নায়িকাদের ক্ষেত্রে সেই সুযোগ সীমিত।” তিনি আরও বলেন, “নারীকেন্দ্রিক সিনেমায় মেয়েদের চরিত্র বা লড়াই দেখানো হলেও বাজেট বা গল্পে সীমাবদ্ধতা থাকে। পুরুষ নায়কদের ক্ষেত্রে এসব বাধা নেই। এটা একটা ক্লিশে, যা পরিবর্তন করা দরকার।”

বিয়ে নিয়ে ফারিণ বলেন, “একটা সময় মনে করা হতো, বিয়ে করলেই নায়িকার ক্যারিয়ার শেষ। কিন্তু এখন সেটা বদলেছে। একজন নায়িকা কত বছর বয়সে বিয়ে করবেন, সেটা কেন কেউ নির্ধারণ করবে? আমার সঠিক সময় আমি নিজেই ঠিক করব। এমনকি আমি দেখছি, বিয়ের পর আমার কাজ বেড়েছে। আজকাল, হলিউড বা আমাদের দেশ—নায়িকার বিয়ে নিয়ে আর কেউ মাথা ঘামায় না।”

ছোট পর্দা থেকে বড় পর্দায় ফারিণের পরিবর্তনের কারণ প্রসঙ্গে তিনি জানান, “নাটকে এখন এমন চরিত্র পাই না যা আমার মনের মতো। ‘আরো এক পৃথিবী’ সিনেমায় কাজ করার সময়ও ছোট পর্দা করেছিলাম। এখন বড় পর্দার মাধ্যমে নিজের দক্ষতা দেখানোর সুযোগ বেশি। এটি মানে আমি আর ছোট পর্দায় কাজ করব না নয়, তবে নতুন আবিষ্কার এখানে পাওয়া যায়।”

Link copied!