বড় পর্দায় আসছে শাকিব খানের নতুন ছবি ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’। ছবিটি ঘিরে ভক্তদের আগ্রহের শেষ নেই, তবে এখন সবচেয়ে আলোচনার বিষয়—শাকিবের বিপরীতে কে থাকছেন?
সম্প্রতি ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার ডটকম জানিয়েছে, শাকিব খানের নায়িকা হিসেবে আলোচনায় আছেন রুক্মিণী মৈত্র ও ইধিকা পাল। কলকাতার এই দুই জনপ্রিয় অভিনেত্রীর মধ্যে যেকোনো একজনের নাম শিগগিরই চূড়ান্ত হতে পারে বলে জানা গেছে। তবে এখনো প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ডের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি হয়নি।
ছবিটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ, যিনি ইতিমধ্যে ভারতের মুম্বাইয়ে গিয়ে প্রস্তুতিমূলক বৈঠক করেছেন। তিনি জানান, নভেম্বরের মাঝামাঝি থেকে সিনেমার শুটিং শুরু হবে। ঢাকার বাইরে কলকাতা, মুম্বাইসহ একাধিক শহরে ছবির দৃশ্য ধারণের পরিকল্পনা রয়েছে।
সিনেমার চিত্রগ্রাহক হিসেবে কাজ করছেন বলিউডের নামকরা সিনেমাটোগ্রাফার অমিত রায়, যিনি ‘অ্যানিম্যাল’, ‘সরকার’, ‘ডানকি’, ‘ধোকা’ ও ‘ফিদা’র মতো সিনেমায় কাজ করেছেন।
পরিচালক জানিয়েছেন, ‘প্রিন্স’ সিনেমার কাহিনি অনেকটাই সত্য ঘটনা অবলম্বনে, যেখানে নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গল্প তুলে ধরা হবে। এতে থাকবে তিনটি গুরুত্বপূর্ণ নারী চরিত্র—এর মধ্যে একজন নতুন মুখ, একজন নাটকের অভিনেত্রী এবং একজন পরিচিত চলচ্চিত্র তারকা।
সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাবে।
এখন একটাই প্রশ্ন—শাকিব খানের পর্দার নায়িকা কে হচ্ছেন, রুক্মিণী নাকি ইধিকা?




-20251029103315.jpeg)





























