• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

ছেলে মামদানির ঐতিহাসিক জয়ে আবেগে ভাসলেন চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৫, ০৩:২৬ পিএম
ছেলে মামদানির ঐতিহাসিক জয়ে আবেগে ভাসলেন চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার

নিউইয়র্ক সিটির রাজনীতিতে নতুন ইতিহাস গড়লেন দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মুসলিম রাজনীতিক জোহরান মামদানি। মাত্র ৩৪ বছর বয়সে ডেমোক্র্যাটিক পার্টির এই তরুণ নেতা নির্বাচিত হয়েছেন নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হিসেবে। একই সঙ্গে তিনি গত এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে শহরটির সবচেয়ে তরুণ মেয়র হিসেবে রেকর্ড গড়েছেন।

জোহরানের এই ঐতিহাসিক অর্জনে আনন্দে ভাসছেন তার মা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার। সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের বিজয়ের খবর শেয়ার করে তিনি লিখেছেন, “জোহরান, তুমি সত্যিই সুন্দর।”

এর আগে বলিউডের জনপ্রিয় পরিচালক জোয়া আখতার ইনস্টাগ্রামে জোহরানকে অভিনন্দন জানিয়ে লেখেন, “শুভেচ্ছা, জোহরান মামদানি— মাত্র চৌত্রিশ বছর বয়সে নিউইয়র্কের মেয়র নির্বাচিত হয়েছেন।”

জোয়ার সেই পোস্টই পরবর্তীতে শেয়ার করেন মীরা নায়ার, ছেলের প্রতি গর্ব প্রকাশ করে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জোহরানের এই জয় কেবল মার্কিন রাজনীতিতেই নয়, বরং বিশ্বজুড়ে দক্ষিণ এশীয় প্রবাসী সমাজে নতুন অনুপ্রেরণার বার্তা দিয়েছে।

Link copied!