• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭
‎রুবাবাকে ইঙ্গিত করে ইরফান সাজ্জাদ

‘এরপরও যদি পোলাপান পারফরম্যান্স না করতে পারে, তাহলে আর আশা নাই’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৫, ০৯:৪৫ এএম
‘এরপরও যদি পোলাপান পারফরম্যান্স না করতে পারে, তাহলে আর আশা নাই’

‎বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালক রুবাবা দৌলা মতিনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ। তীব্র প্রতিক্রিয়ার পর অবশেষে তিনি নিজের সেই পোস্টটি মুছে ফেলেছেন।

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) সোমবার রুবাবা দৌলার নিয়োগ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে। একই দিন তিনি প্রথমবারের মতো বোর্ড সভায় অংশ নেন। এরপরই ইরফান সাজ্জাদ তার ফেসবুক অ্যাকাউন্টে রুবাবার একটি ছবি পোস্ট করে লেখেন— “এরপরও যদি পোলাপান পারফরম্যান্স না করতে পারে, তাহলে আর আশা নাই।”

তবে তার এই মন্তব্যকে অনেকেই নারীবিদ্বেষী ও কুরুচিপূর্ণ বলে সমালোচনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে পোস্টটির স্ক্রিনশট শেয়ার করে অভিনেতার প্রতি ক্ষোভ প্রকাশ করেন।

তুনাজ্জিনা সিকদার তুনা নামের এক ফেসবুক ব্যবহারকারী নিজের পোস্টে লেখেন, “জনাব ইরফান সাজ্জাদ, আপনার সংবাদ উপস্থাপিকা স্ত্রী বা নিজের বোনকে জিজ্ঞেস করুন, তারা তাদের কর্মক্ষেত্রে এই ধরনের মন্তব্য শুনতে স্বাচ্ছন্দ্যবোধ করবেন কিনা? রসিকতা ও নোংরামির মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে।”

তিনি আরও লেখেন, “আপনি এই মন্তব্যের জন্য জনসম্মুখে ক্ষমা চাইবেন এবং ভবিষ্যতে কোনো নারীকে এভাবে যৌনভাবে অবমাননা করবেন না— এটাই প্রত্যাশা।”

বিতর্ক বাড়তে থাকায় ইরফান সাজ্জাদ মন্তব্যের ঘরে নিজেই প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন, “আপনি আমাকে কতটা চেনেন জানি না। আমি একজন সাধারণ মানুষ এবং বাংলাদেশ ক্রিকেটের ভক্ত। রুবাবা আপু আমার ক্রাশ—এটা ছিল রসিকতা। আমি বোঝাতে চেয়েছি, এত সুন্দর ও মেধাবী একজন মানুষ বিসিবিতে যোগ দিয়েছেন, এরপরও যদি ক্রিকেটাররা মোটিভেট না হয়, তাহলে আর কীভাবে হবে!”

তিনি আরও যোগ করেন, “অনেকে ভুল বুঝেছে, তাই পোস্টটা সরিয়ে নিচ্ছি। আমি কাউকে কষ্ট দিতে চাইনি। সবাই যেন না বুঝে ঘৃণা ছড়ানো থেকে বিরত থাকে, সেই অনুরোধ করছি।”

এরপর নিজের ফেসবুক প্রোফাইল থেকে তিনি পোস্টটি মুছে ফেলেন।

রুবাবা দৌলা বর্তমানে দেশের শীর্ষ টেলিকম প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। সম্প্রতি তিনি বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেয়ে আলোচনায় আসেন।

Link copied!