• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

অভিনেত্রী ডায়ান ল্যাড মারা গেছেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৫, ১০:০১ পিএম
অভিনেত্রী ডায়ান ল্যাড মারা গেছেন

জনপ্রিয় মার্কিন অভিনেত্রী ডায়ান ল্যাড মারা গেছেন। সোমবার (৩ নভেম্বর) ক্যালিফোর্নিয়া নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। অভিনেত্রীর মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার মেয়ে অস্কার বিজয়ী তারকা লরা ডার্ন।

তিনি বলেন, ‘আমার মা একজন অসাধারণ নায়ক ছিলেন। তিনি আজ (সোমবার) সকালে ক্যালিফোর্নিয়ার ওজাইতে নিজ বাড়িতে মারা গেছেন। তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ মেয়ে, মা, দাদি, অভিনয় শিল্পী এবং একজন নিরহংকারী মানুষ। দীর্ঘ অভিনয়জীবনে তিনি মনোমুগ্ধকর সব বিষয়গুলো তুলে ধরেছেন।’

১৯৩৫ সালের ২৯ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র জন্মগ্রহণ করেন ডায়ান ল্যাড। মাত্র ১৫ বছর বয়সে নিউ ইয়র্কের বিখ্যাত কোপাকাবানা নাইটক্লাবে ‘কোয়া গার্ল’ হিসেবে নৃত্য পরিবেশন করে তাক লাগিয়ে দিয়েছিলেন। ১৯৬১ সালে ‘Something Wild’ চলচ্চিত্রের বড়পর্দায় অভিষেক ঘটে। ‘অ্যালিস ডাজেন্ট লিভ হেয়ার অ্যানিমোর’, ‘ওয়াইল্ড অ্যাট হার্ট’ র‌্যাম্বলিং রোজ’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য অস্কার পুরস্কারে মনোনয়ন লাভ করেন অভিনেত্রী ডায়ান। 

১৯৬০ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত অভিনেতা ব্রুস ডার্নের সঙ্গে বিবাহিত ছিলেন অভিনেত্রী ডায়ান ল্যাড। তাদের দুটি সন্তান ছিল। একজন অস্কার বিজয়ী লরা ডার্ন এবং অন্যটি ডায়ান এলিজাবেথ, যিনি ১৯৬২ সালে একটি দুর্ঘটনায় শিশু অবস্থায় মারা যান। 

Link copied!