• ঢাকা
  • শনিবার, ০৫ জুলাই, ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২, ০৯ মুহররম ১৪৪৬

নিতম্বের ছবি ক্লিক করবে না, একদম না: জাহ্নবী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৫, ২০২৪, ০২:৩৪ পিএম
নিতম্বের ছবি ক্লিক করবে না, একদম না: জাহ্নবী
বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। এই মুহূর্তে নিজের ‘উলঝ’ ছবির প্রচারে ব্যস্ত জাহ্নবী। সেই প্রচারের সময়ই কিছু পাপারাজ্জি, তার নিতম্বের ছবি তুলতে চায়। আর তখনই রীতিমতো কড়া ভাষায় জাহ্নবী বলেন,‌‌ “নিতম্বের ছবি ক্লিক করবে না, একদম না, আমি এসব একদম পছন্দ করি না।” সম্প্রতি ছবি শিকারিদের স্পষ্ট এমনই নির্দেশ দিয়েছেন তিনি।

গত মঙ্গলবারই স্পাই থ্রিলার ‘উলঝ’ সিনেমার ট্রেলার প্রকাশ্যে এসেছে। আর সে ছবিতে ভারতীয় বিদেশ মন্ত্রকের উচ্চপদস্থ কর্মী সুহানা ভাটিয়ার চরিত্রে অভিনয় করেছেন জাহ্নবী কাপুর। আড়াই মিনিটের এই ট্রেলারে রীতিমতো নজর কেড়েছে তার অভিনয়। 

আগামী ২ আগস্ট ছবির রিলিজ। যার জেরে একাধিক প্রোমোশনের শিডিউল রয়েছে এখন জাহ্নবীর। তবে অসুস্থ হয়ে পড়ায় আপাতত দিন কয়েক অভিনেত্রীকে বিশ্রামে থাকতে হবে বলেই শোনা যাচ্ছে।
    
গত ১৮ জুলাই হাসপাতালে ভর্তি হয়েছিলেন জাহ্নবী কাপুর । খাবারে বিষক্রিয়ার জেরে বেজায় অসুস্থ হয়ে পড়েছিলেন। এবার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িতে এলেন শ্রীদেবীকন্যা। তবে হাসপাতাল থেকে ফিরলেও এখনও অভিনেত্রীকে চোখে চোখে রাখতে হচ্ছে পরিবারকে!

বাবা বনি কাপুর জানালেন, “২০ জুলাই সকালেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে জাহ্নবী। অনেকটাই সুস্থ এখন আগের তুলনায়। তবে পরিবারের সকলে ওর খুব যত্ন নিচ্ছে। খুশি তো আছেই। বন্ধু শিখর পাহাড়িয়াও রয়েছেন সর্বক্ষণ পাশে।” 

বৃহস্পতিবার বলিউড মাধ্যম সূত্রে জানা গিয়েছিল, দিন কয়েক ধরেই ‘উলঝ’ অভিনেত্রীর শরীর ভালো যাচ্ছিল না। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের সঙ্গীত, গায়ে হলুদ থেকে সব অনুষ্ঠানেই ‘ফুল অ্যাটেন্ডেস’ দিয়েছিলেন তিনি। আর আম্বানিদের বিয়ের অনুষ্ঠান শেষ হতেই অসুস্থ হয়ে পড়েন জাহ্নবী কাপুর। 

অভিনেত্রীর ঘনিষ্ঠ মাধ্যম সূত্রে খবর, ক’দিন থেকেই অভিনেত্রীর শরীর খুব দুর্বল ছিল এবং গত বুধবার শারীরিক পরিস্থিতি এতটাই খারাপ হয় যে, শেষমেশ পরিবারের তরফে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়। দিন দুয়েক হাসপাতালে থাকার পর শনিবার সকালেই ছাড়া পেয়ে বাড়িতে ফিরেছেন জাহ্নবী।

Link copied!