• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

‘থ্রি ইডিয়টস‍‍’ পার্ট টু নিয়ে মুখ খুললেন পরিচালক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৩, ০৬:৫৮ পিএম
‘থ্রি ইডিয়টস‍‍’ পার্ট টু নিয়ে মুখ খুললেন পরিচালক
‘থ্রি-ইডিয়টস‍‍` সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত

প্রায় ১৩ বছর আগে মুক্তিপ্রাপ্ত ‘থ্রি-ইডিয়টস‍‍’ দেখার পর ভক্তদের মনে প্রশ্ন জেগেছিল পার্ট-২ আসবে কবে? সিনেমাটির সিক্যুয়েল আসছে, এমন খবর শোনা যাচ্ছিল অনেকদিন ধরেই। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন পরিচালক, প্রযোজক বিধু বিনোদ চোপড়া। যিনি ছিলেন ‘থ্রি- ইডিয়টস‍‍`-এর মূল প্রযোজক।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী বিধু বিনোদ চোপড়া জানান, ‘থ্রি- ইডিয়টস’ এর সিক্যুয়েল নিয়ে আমি সত্যিই ভীষণ উৎসাহিত। আমিই এই ছবির পরিচালনা করব’। যদিও প্রথম ‘থ্রি- ইডিয়টস‍‍` এর পরিচালনা করেছিলেন রাজকুমার হিরানি। পাশাপাশি রাজকুমার হিরানি ও অভিজাত যোশির সঙ্গে মিলে চিত্রনাট্য লিখেছিলেন বিধু বিনোদ। আর ছবির গল্প লিখেছিলেন চেতন ভগত।

২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি ছিল ব্লকবাস্টার। সিনেমাটি নির্মাণে ৫৫ কোটি খরচ হলেও তা থেকে আয় হয়েছিল ৪৬০ কোটি। তবে এই সিনেমার কাজ কবে থেকে শুরু হবে বা সিনেমায় আগের অভিনেতারাই থাকছেন কিনা, তা এখনও স্পষ্ট নয়।

Link copied!