• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

দীঘির ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ আসছে ১৬ ফেব্রুয়ারি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৪, ০৮:৫১ এএম
দীঘির ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ আসছে ১৬ ফেব্রুয়ারি
অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। ছবি: সংগৃহীত

কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে নির্মিত সরকারি অনুদানের সিনেমা ‘শ্রাবণ জোৎস্নায়’ মুক্তি পেতে যাচ্ছে ১৬ ফেব্রুয়ারি। ২০২০-২১ অর্থ বছরে অনুদানের এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন এ সময়ের আলোচিত অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি।

 ‘শ্রাবণ জোৎস্নায়’  ছবিতে  নুর ও  দীঘি

তামান্না সুলতানা প্রযোজনায় এটি নির্মাণ করেছেন আব্দুস সামাদ খোকন। গেল বছর কলকাতার পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় সিনেমাটি।

নির্মাতা আব্দুস সামাদ খোকন বলেন, ‘১৬ ফেব্রুয়ারি সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। মুক্তি উপলক্ষে সোমবার প্রকাশ হয়েছে সিনেমার ট্রেলার।এ সিনেমা বারবার দেখতে ইচ্ছে করবে দর্শকের। সিনেমাটি দেখার পর দর্শক মুগ্ধ হবেন।’

সিনেমায় দীঘি ছাড়াও অভিনয় করেছেন নূর বাপ্পা শান্তনু, মুনমুন আহমেদ, সুব্রত বড়ুয়া, মাসুম বাশার, মিলি বাশারসহ অনেকে।

 

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!