• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

৩০ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ডিপজলের ‘ঘর ভাঙা সংসার’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৩, ০৭:৩১ পিএম
৩০ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ডিপজলের ‘ঘর ভাঙা সংসার’
ছবি: সংগৃহীত

শুক্রবার সারাদেশের ৩০টির অধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মনোয়ার হোসেন ডিপজল অভিনীত সিনেমা ‘ঘর ভাঙা সংসার’। সিনেমাটি পরিচালনা করেছেন মনতাজুর রহমান আকবর এবং প্রযোজনা করছেন অনুপম রেকডিং মিডিয়ার কর্ণধার আনোয়ার হোসেন।

সিনেমা প্রসঙ্গে আনোয়ার হোসেন বলেন, “আবহমান গ্রাম বাংলা ও শহরের মানুষের জীবনের কথা বলবে এই সিনেমা। দৈনন্দিন জীবনে মানুষের মধ্যে স্বামী-স্ত্রীর মধ্যে যে আত্মত্যাগ সেটিই তুলে ধরা হয়েছে এই সিনেমায়। দর্শকেরা সিনেমাটি একবার দেখলে আবারও দেখবেন, এমনটাই বিশ্বাস আমার।”

অভিনেত্রী শিরিন শিলা বলেন, “এটি বাংলা সিনেমার একটু পেছনের সময়কার সামাজিক গল্পের ছবি। সিনেপ্লেক্স বা সব শ্রেণির দর্শকের জন্য নয় এই সিনেমা।”  

মনতাজুর রহমান আকবর পরিচালিত  ‘ঘর ভাঙা সংসার’ সিনেমায় ডিপজল ছাড়াও আরও অভিনয় করেছেন আঁচল আঁখি, শিরিন শিলা, মিশা সওদাগরসহ অনেকে।

Link copied!