• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২, ১১ সফর ১৪৪৬

কোক স্টুডিও বাংলায় আসছে সারি গান ‘দেওরা’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৭, ২০২৩, ০১:৪৬ পিএম
কোক স্টুডিও বাংলায় আসছে সারি গান ‘দেওরা’

বাংলায় কোক স্টুডিওর গান আসা মানেই দর্শকদের মনে জায়গা করে নেওয়া। প্রতিটি গানেই থাকে ভিন্নতা। এবার আসছে কোক স্টুডিওর নতুন গান ‘দেওরা’।

রোববার (০৭ মে) প্রকাশ পাবে ‘দেওরা’ গানটি।

নৌকা বাইচে ‘হাত ছেড়ে দাও সোনার দেওরা রে’ গানের তালে বইঠা ঠেলেন মাঝিমাল্লারা। নৌকা বাইচের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে জনপ্রিয় এই সারি গানটি। মাঝিদের মুখ থেকে মুখে গাওয়া গানটি এবার আসছে কোক স্টুডিও বাংলায়।

কোক স্টুডিও বাংলা বলছে, ‘দেওরা’ গানের মূল স্রষ্টা ফজলু মাঝি (ফজলুল হক)। নিজের লেখা গানটির সুরও বেঁধেছেন তিনি।  

ফজলু মাঝি পেশাদারভাবে নৌকা বাইচ করেনঅ। তার রয়েছে একটি নৌকাবাইচের দল। বাইচের সময় দলের সদস্যদের নিয়ে দলগতভাবে গানটি পরিবেশন করেন তিনি।

তবে ফজলু মাঝির সারি গানের মাঝে নতুন কয়েকটা বাক্য যুক্ত করা হয়েছে। আধুনিক গানের অংশটুকু লিখেছেন প্রীতম হাসান। গানটির সুর করেছেন প্রীতম।

ফজলু মাঝি ও প্রীতমের যৌথভাবে লেখা গান আসবে কোক স্টুডিও বাংলায়। গানটিতে সংগীত প্রযোজক শায়ান চৌধুরী অর্ণবের পরামর্শে পালা গান যুক্ত করা হয়। পালা পরিবেশন করেন ইসলাম উদ্দিন পালাকার।  

গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান, ইসলাম উদ্দিন পালাকার, ফজলু মাঝি ও তার দল, আরমীন মুসা ও গানের দল-ঘাস ফড়িং।  

Link copied!