• ঢাকা
  • বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২,
  • ২ জমাদিউস সানি, ১৪৪৭

বাউল তোমায় ভয় পেয়েছে তারা: সায়ান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫, ০৬:০৯ পিএম
বাউল তোমায় ভয় পেয়েছে তারা: সায়ান

বাউল আবুল সরকারের গ্রেফতারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিরূপ প্রতিক্রিয়া থামছেই না। সেই ক্ষোভের সুর এবার উঠে এসেছে সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান–এর কণ্ঠেও। বাউলের মুক্তির দাবিতে তিনি প্রকাশ করেছেন একটি নতুন প্রতিবাদী গান।

সোমবার (২৪ নভেম্বর) গভীর রাতে নিজের ইউটিউব চ্যানেলে সায়ান গানটির ভিডিও প্রকাশ করেন। ‘বাউল তোমায় ভয় পেয়েছে তারা’ শিরোনামের এই গানটি লাইভ রেকর্ড করা, যা তিনি পরে নিজের ফেসবুকেও শেয়ার করেন।

গানে শোনা যায়— ‘বাউল তোমার ঘর পোড়ালো কারা / বাউল তোমায় ভয় কেন পায় তারা’।
ভিডিওটি প্রকাশ করে সায়ান লিখেছেন, “মহারাজ আবুল সরকারের মুক্তি চাই।”

এর আগে একই দিনের সন্ধ্যায় গণতান্ত্রিক ছাত্রজোট আয়োজিত একটি মিছিল–সমাবেশে যোগ দেন তিনি, যেখানে বাউল শিল্পীদের ওপর হামলার বিচার এবং আবুল সরকারের মুক্তির দাবি তুলে ধরা হয়।

প্রসঙ্গত, সামাজিক ও রাজনৈতিক অন্যায়ের বিরুদ্ধে ফারজানা ওয়াহিদ সায়ান দীর্ঘদিন ধরেই উচ্চকণ্ঠ। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সময় তাঁর প্রতিবাদী অবস্থান আলোচনায় আসে। বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেও তিনি নানা সময়ে সরব হয়েছেন।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!