• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

ঢাকায় আসছেন অনুপম রায়


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ৩, ২০২৩, ০১:০৪ পিএম
ঢাকায় আসছেন অনুপম রায়

ঢাকা মাতাতে আসছেন জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী অনুপম রায়। ৬ জুলাই ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুপম রায়কে নিয়ে ‘ম্যাজিক্যাল নাইট’ শীর্ষক কনসার্টের আয়োজন করেছে ট্রিপল টাইম কমিউনিকেশনস।

প্রতিষ্ঠানটির পিআর ও কমিউনিকেশন পরিচালক আরিফা শবনম গণমাধ্যমকে জানান, ইতিমধ্যেই অনুপম রায়ের সঙ্গে তারা কথা বলে বিষয়টি চূড়ান্ত করেছেন। অনপুম রায় ছাড়াও এ কনসার্টে কলকাতার আরেক ব্যান্ড তালপাতার সেপাই, ঢাকার অর্ণব ও মেঘদল থাকছে।

তিনি আরও বলেন, দুই সপ্তাহের মধ্যে টিকিটের দাম চূড়ান্ত করা হবে, জুনের মাঝামাঝির দিকে টিকিট বিক্রি শুরু হবে।

আগের কনসার্টের সময় অব্যবস্থাপনা প্রসঙ্গে আরিফা শবনম বলেন, “আমরা শ্রোতাদের একটি মনোমুগ্ধকর সংগীত অভিজ্ঞতা উপহার দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি। কিন্তু যেকোনোভাবেই হোক আমরা ব্যর্থ হয়েছি। তবে আমরা নিশ্চিত করছি, শ্রোতারা আমাদের পরবর্তী অনুষ্ঠানে হতাশ হবেন না।”

এর আগে বৃহস্পতিবার (১ জুন) লেটস ভাইব উইথ অনুভ জৈন কনসার্ট চলাকালেই আইসিসিবির বড়পর্দায় অনুপম রায়ের আগমনের কথা নিশ্চিত করে আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনস। 

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!