• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ছবি তোলার আবদার, ভক্তকে চড় মারলেন অভিনেত্রী রেখা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৩, ১২:২২ পিএম
ছবি তোলার আবদার, ভক্তকে চড় মারলেন অভিনেত্রী রেখা
অভিনেত্রী রেখা। ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় ও সফল অভিনেত্রী রেখা। রূপে গুনে এখনো সেরা তিনি। তাকে এক ঝলক দেখার জন্য ঘিরে ধরেন ভক্তরা। বলিউড এই অভিনেত্রীকে দেখলে তার সঙ্গে ছবি তুলতে দৌড়ে আসে অনুরাগীরা। এমনই এক অনুরাগীকে চড় মেরে বসলেন রেখা।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয়েছে, সম্প্রতি এক অনুষ্ঠানে চিত্রগ্রাহকদের ছবি তোলার পরে তার সঙ্গে ছবি তোলার আবদার করেছিলেন এক অনুরাগী। তার বায়না শুনে সেখানেই তাকে চড় মারলেন রেখা। এরই মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে সে ভিডিও। যদিও রাগের বশে অনুরাগীকে চড় মারেননি রেখা। ভিডিও থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, মজার ছলেই ওই কাজ করেছিলেন ‘সিলসিলা’ খ্যাত এ অভিনেত্রী।

এর আগে নিজের ব্যক্তিগত সহকারী ফরজ়ানার সঙ্গে সম্পর্ক নিয়ে কয়েক মাস আগে বিতর্কে জড়িয়েছিলেন রেখা। শোনা যায়, তারসঙ্গেই নাকি দীর্ঘ দিন ধরে ‘সম্পর্কে’ রয়েছেন অভিনেত্রী। এছাড়া কর্মজীবনের অমিতাভ বচ্চনের সঙ্গে তার প্রেম নিয়ে কম জলঘোলা হয়নি। ১৯৯০ সালে ব্যবসায়ী মুকেশ আগারওয়ালকে বিয়ে করেন রেখা। যদিও সেই বিয়ে টেকেনি। মাত্র সাত মাসের মাথায় আত্মহত্যা করেন মুকেশ। তার পর থেকে ‘সিঙ্গেল’ রেখা।

Link copied!