• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২, ১১ সফর ১৪৪৬

স্টেডিয়ামে শাহরুখ-দীপিকার আলিঙ্গনের ভিডিও ভাইরাল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৩, ০৯:২৫ পিএম
স্টেডিয়ামে শাহরুখ-দীপিকার আলিঙ্গনের ভিডিও ভাইরাল
ছবি : সংগৃহীত

ফাইনালে মাঠে যখন ভারত-অস্ট্রেলিয়ার তুমুল লড়াই তখন গ্যালারি থেকে গলা ফাটাচ্ছেন শাহরুখ খান-গৌরী, দীপিকা-রণবীরসহ বড় বড় তারকারা। আর সেখান থেকে শাহরুখ-দীপিকার আলিঙ্গনের ভিডিও ভাইরাল হয়েছে।

রোববার (১৯ নভেম্বর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হাজার হাজার সমর্থকদের সঙ্গে টিম ইন্ডিয়ার হয়ে গলা ফাটাতে সপরিবারে হাজির হয়েছেন বলিউড বাদশা। গৌরী খানের পাশাপাশি ম্যাচ উপভোগ করতে দেখা যায় আরিয়ান খান, সুহানা খান এবং আব্রামকেও। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে বাদশার উচ্ছ্বাসের সেই ভিডিও।

কিং খানকে দেখা যায় জয়া শাহর পাশে বসে ম্যাচ উপভোগ করতে। তবে একটি ভিডিওই চোখ টেনেছে নেটিজেনদের। যেখানে স্ত্রী গৌরীর সামনেই দীপিকাকে আলিঙ্গন করতে দেখা যায় শাহরুখকে।

তবে বলিউড মস্তানি শুধু কিং খানকেই আলিঙ্গন করলেন না। স্ত্রী গৌরী খানের গালেও চুম্বন এঁকে দিতে দেখা যায় দীপিকাকে। 

Link copied!