• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২, ২৬ সফর ১৪৪৬

এবার সালমানের লুঙ্গি ড্যান্স


তপন বকসি
প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৩, ১১:৪৩ এএম
এবার সালমানের লুঙ্গি ড্যান্স

হিন্দি ছবিতে উত্তর এবং দক্ষিণ ভারতকে যেন এক সঙ্গে মিলিয়ে দিলেন সালমান খান। ২১ এপ্রিল মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’। সোমবার (৪ এপ্রিল) এ সিনেমার গান ‘ইয়েনতাম্মা’ একটি অংশের টিজার প্রকাশিত হয়েছে। এ গানটির মেজাজে শাহরুখ খান অভিনীত চেন্নাই এক্সপ্রেসের ‘লুঙ্গি ডান্স’-এর সঙ্গে অনেকটা মিল খুঁজে পেয়েছেন দর্শকরা।

অনেকে বলছেন, সাব্বির আহমেদের লেখা ও পায়েল দেবের সংগীত পরিচালনায় এ হিন্দি ও তেলেগু ভাষার গান দূরত্ব মুছে দিয়েছে ভারতবর্ষের দুই অঞ্চলের। এ সিনেমার আরেক গান ‘বুথুকম্মা’। বর্ষার শেষে শরৎকালে তেলেঙ্গানা ও অন্ধপ্রদেশের কিছু অঞ্চলে দেবী শক্তির জাগরণের তিথিতে ফুল দিয়ে তাকে আহ্বানের আচার অনুষ্ঠান পালিত হয়।

ঘটনাচক্রে সেই একই সময় ভারতের অন্য অংশে দুর্গাপুজার নবরাত্রি সময়। ‘বথুকম্মা’ হলো দেবী শক্তির আহ্বানের উৎসব। তেলেঙ্গানায় এই উৎসব চলাকালে সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর ওই গানের দৃশ্যের চিত্রায়ন হয়েছে।


 

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!