• ঢাকা
  • বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

জীবনে আর বড় কোনো চাওয়া নেই, পাওয়া নেই, আলহামদুলিল্লাহ: ফারহান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৫, ০৪:৪৭ পিএম
জীবনে আর বড় কোনো চাওয়া নেই, পাওয়া নেই, আলহামদুলিল্লাহ: ফারহান

ছোট পর্দার জনপ্রিয় মুখ মুশফিক আর ফারহান। ব্যস্ত অভিনয়জীবনের ফাঁকে ওমরাহ পালনের উদ্দেশ্যে বর্তমানে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অবস্থান করছেন তিনি; সেখান থেকে জানালেন আবেগঘন বার্তা।

গত শুক্রবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন ফারহান। ভিডিওতে দেখা যায়, তিনি ইহরামের সাদা পোশাকে পবিত্র কাবা শরীফের সামনে বসে আছেন। ক্যাপশনে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমার জীবনের সেরা দিন।’ 

সেখানে আবেগভরা কণ্ঠে অভিনেতা বলেন, ‘আলহামদুলিল্লাহ… জীবনে প্রথমবার আমার এখানে আসা। কাবা শরীফের সামনে এই প্রথমবার ঢুকেই হাজরে আসওয়াদ (কালো পাথর) এ চুমু দিতে পেরেছি; যা ভাগ্যের চেয়েও ভাগ্যের ব্যাপার। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। জীবনে আর বড় কোনো চাওয়া নেই, পাওয়া নেই, আলহামদুলিল্লাহ।’

অভিনেতা আরও বলেন, ‘আল্লাহ সবাইকে এই পবিত্র স্থানে আসার তাওফিক দিন। সবাই আমার জন্য দোয়া করবেন।’

ভিডিওটি সামাজিক মাধ্যমে প্রকাশ হতেই ভক্তরা শুভকামনা ও দোয়ার বার্তায় ভরিয়ে দেন। 

জানা গেছে, চলতি মাসের শেষ সপ্তাহে দেশে ফেরার কথা রয়েছে এই অভিনেতার। দেশে ফিরে নতুন নাটকের শুটিংয়েও অংশ নেবেন তিনি।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!