• ঢাকা
  • সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২, ১ রবিউল আউয়াল ১৪৪৬

সালমান খানকে হত্যার হুমকিদাতা আটক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৫, ০১:২৮ পিএম
সালমান খানকে হত্যার হুমকিদাতা আটক
বলিউড স্টার সালমান খান। ছবি: সংগৃহীত

বলিউড স্টার সালমান খানের গাড়িতে বোমা ফেলে মেরে ফেলার হুমকি দেয়া সেই ব্যক্তিকে আটক করেছে মুম্বাই পুলিশ। হুমকি দেয়ার ২৪ ঘণ্টা না পেরোতেই পুলিশের কাছে ধরা পড়েন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন থেকে জানা যায়, রোববার (১৩ এপ্রিল) মুম্বাই ট্রাফিক পুলিশ হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি মেসেজের মাধ্যমে হুমকি দেয়া হয়। মেসেজে বলা হয়, সালমান খানের গাড়িতে বোমা ফেলে তাকে মারতে চান। 

কড়া নিরাপত্তার মাঝেই ওয়াই-প্লাস-সুরক্ষিত বাসভবনে ঢুকে আক্রমণ করতে চান সালমানের ওপর।এমন হুমকি পাওয়ার পর নড়েচড়ে বসে মুম্বাই পুলিশ। ২৪ ঘণ্টা না পেরোতেই সোমবার (১৪ এপ্রিল) গুজরাটের ভেদোদারা জেলার একটি গ্রাম থেকে আটক করা হয় ওই হুমকিদাতাকে। ২৬ বছর বয়সী হুমকিদাতার নাম ময়াঙ্ক পাণ্ড্য।

ভারতের গুজরাটের ওয়াগহোদিয়া তালুকা ভেদোদারায় বাস করেন ময়াঙ্ক। আটক করা ওই যুবক মানসিক বিকারগ্রস্ত বলে জানান জেলা পুলিশ সুপার রোহান আনন্দ। আটকের পরপরই তার নামে এফআইআর নথিভুক্ত করা হয়েছে। জিজ্ঞাসাবাদও করা হয়েছে তাকে।

জিজ্ঞাসাবাদ শেষে  মঙ্গলবার (১৫ এপ্রিল) সংবাদমাধ্যমে ভেদোদারার জেলা পুলিশ সুপার রোহান আনন্দ জানান, আটক করা ওই যুবক মানসিক বিকারগ্রস্ত। বর্তমানে তার মানসিক চিকিৎসাও চলছে।

গত বছর ১৪ এপ্রিল সালমান খানের বাড়ির সামনে দুই মোটরসাইকেলে চড়ে অভিনেতাকে উদ্দেশ্য করে দুই রাউন্ড গুলি ছোড়া হয়। যাদের ওই বছরই দ্রুত আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর জানা যায়, তারা ভারতের গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দলের সমস্য। 

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!