• ঢাকা
  • বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৭ মাঘ ১৪৩০, ২২ রজব ১৪৪৬

বলিউড অভিনেত্রীর গলায় ছুরি ঠেকিয়ে ডাকাতি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২১, ০১:৪১ পিএম
বলিউড অভিনেত্রীর গলায় ছুরি ঠেকিয়ে ডাকাতি

বলিউড অভিনেত্রী অলঙ্কৃতা সাহাইয়ের বাড়িতে দুর্ধর্ষ লুটের ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, গত মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) অভিনেত্রীর চণ্ডীগড়ের বাড়িতে এই ঘটনা ঘটে।

দিন কয়েক আগে বাড়ির জন্য কিছু আসবাবপত্র কেনেন অলঙ্কৃতা। সেই নতুন আসবাব তার বাড়িতে গত রোববার পৌঁছে দিয়ে যান সংশ্লিষ্ট দোকানের কর্মচারীরা। মাস্ক পরিহিত তিনজন অচেনা ব্যক্তির মধ্যে এক ব্যক্তি গত রোববার আসবাব পৌঁছতে তার বাড়িতে গিয়েছিলেন বলে পুলিশের কাছে সন্দেহ প্রকাশ করেছে পুলিশ।

লিখিত অভিযোগে অলঙ্কৃতা জানান, ডাকাতির সময় এক দুষ্কৃতী তার এটিএম কার্ড নিয়ে বেরিয়ে যান। সে সময় বাকি দুই দুষ্কৃতী অভিনেত্রীকে নজরবন্দি করে রাখেন। এটিএম কার্ড থেকে ৫০ হাজার টাকা তুলে নিয়ে তাকে ফেরত দেওয়া হয়।

অলঙ্কৃতা সাহায্যের জন্য যখন চিৎকার করতে শুরু করেন ততক্ষণে বারান্দা টপকে পালিয়ে যান অভিযুক্ত তিনজন। পুলিশকে খবর দেওয়া হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান পুলিশের কর্তা ব্যক্তিরা।

সিনিয়র পুলিশ অফিসার কেতন বনসাল সাংবাদিকদের বলেন, “এই ঘটনার শিকার যিনি তিনি ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। বাড়িতে উনি একা ছিলেন। বাড়ির মূল দরজা খোলা ছিল। ডাকাতরা জোর করে বাড়িতে ঢুকে পড়েছিল বলে অভিযোগ করেছেন। ছুরি দেখিয়ে ডাকাতরা টাকা লুঠ করেছে। এই মর্মে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। আমরা তদন্ত শুরু করেছি।”

অলঙ্কৃতা তার ক্যারিয়ার শুরু করেছিলেন মডেলিংয়ের মাধ্যমে। ‘ল্যাকমে ফ্যাশন উইক’-এ অংশ নিয়ে আলোচিত হন তিনি। এরপর ‘লাভ পার স্কোয়ার ফিট’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয় তার। যেখানে সহশিল্পী হিসেবে পেয়েছিলেন ভিকি কৌশলকে।

Link copied!