ফের অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন প্রসঙ্গে মুখ খুললেন বুবলী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ০৭:২৬ পিএম
ফের অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন প্রসঙ্গে মুখ খুললেন বুবলী

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী শবনম বুবলীকে ঘিরে ফের অন্তঃসত্ত্বার গুঞ্জন। সম্প্রতি একটি অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন অভিনেত্রী। যেখানে তার পরনে ছিল ঘাগড়া। নাচের কিছু ভিডিও প্রকাশ্যে আসতেই নেটিজেনদের দাবি, বুবলী অন্তঃসত্ত্বা। 

অনেকে শাকিব খানের দিকে ইঙ্গিত করে গুঞ্জনের সপক্ষে যুক্তি দিয়েছেন। গত আসস্ট মাসে আগে শাকিব আমেরিকায় থাকাকালীন সময় মার্কিন মুলুকে হাজির হয়েছিলেন বুবলীও। সেখানে একসঙ্গে ঘুরে বেড়িয়েছেন। অভিনেত্রী নিজেই ঘুরে বেড়ানোর ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছিলেন।

তবে অন্তঃসত্ত্বা গুঞ্জনে বিরক্ত শবনম বুবলী। তিনি বলেন, ‘আমার ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গুজব রটেছে। এবারের খবরটিও সম্পূর্ণ গুজব। এর কোনো ভিত্তি নেই।’  

‘বসগিরি’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় পা রাখা বুবলী। দুই ডজনের মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন। ক্যারিয়ারে জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী। 

২০২০ সালে প্রথমবার মা হন অভিনেত্রী। যদিও ছেলের জন্মের খবর প্রকাশ্যে এনেছিলেন প্রায় দুই বছর পরে। সেই সময়ে এই খবরে প্রায় ঝড় ওঠে। বুবলী জানিয়েছিলেন, শাকিব খানের সঙ্গে ধর্মীয় আচার মেনে বিয়ে হয়েছে তার। তাদের প্রথম সন্তানের জন্ম হয় আমেরিকায়। তার নাম শেহজাদ খান বীর। 

Link copied!