• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২, ১২ সফর ১৪৪৬

প্রথমবারের মতো নিজের আঁকা চিত্রকর্ম বিক্রি করলেন ডেপ!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৯, ২০২২, ০২:১০ পিএম
প্রথমবারের মতো নিজের আঁকা চিত্রকর্ম বিক্রি করলেন ডেপ!

হলিউডের জনপ্রিয় অভিনেতা জনি ডেপ। সম্প্রতি নিজের আঁকা চিত্রকর্ম বিক্রি করে মাত্র কয়েক ঘণ্টায় তিন মিলিয়ন পাউন্ডের মালিক হয়েছেন এই অভিনেতা। তার চেয়ে বড় খবর হলো, এবারই প্রথমবারের মতো নিজের আঁকা চিত্রকর্ম বিক্রির উদ্দেশ্যে নেমেছিলেন ক্যাপ্টেন জ্যাক স্প্যারো।

ক্যাসল ফাইন আর্টের ৩৭টি গ্যালারির মাধ্যমে নিজের আঁকা ৭৮০টি শিল্পকর্ম বিক্রি করেছেন এই মার্কিন অভিনেতা। ইনস্টাগ্রামে বিক্রির ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে এগুলো লুফে নিয়েছেন ডেপ ভক্ত ও শিল্প অনুরাগীরা।

জনি ডেপের ‍‍‘দ্য ফ্রেন্ডস অ্যান্ড হিরোস‍‍’ শিরোনামের সংগ্রহে ছিল যেসব চরিত্র তাকে অনুপ্রেরণা দিয়েছে, তাদের ছবি। এদের মধ্যে রোলিং স্টোনসের কেইথ রিচার্ডস এবং হলিউড অভিনেত্রী এলিজাবেথ টেইলরের ছবিও রয়েছে।

ডেপের চিত্রকর্মে উঠে এসেছে হলিউড অভিনেত্রী এলিজাবেথ টেইলর এবং ফোক কিংবদন্তি বব ডিলানের মতো তারকারা। 
এ প্রসঙ্গে ৫৯ বছর বয়সী ডেপ বলেন, “আমি সব সময়ই শিল্পের মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করতে চাইতাম। আমার জীবনকে ঘিরেই আমার চিত্রকর্ম। তবে এত দিন এগুলো নিজের কাছেই রেখেছিলাম শুধু। কিন্তু কারোই উচিত না নিজেকে সীমাবদ্ধ করে রাখা।”

‍‍‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ তারকা জানান, তার চিত্রকর্মে ফুটে উঠেছে প্রখ্যাত অভিনেতা অ্যাল পাচিনো এবং ফোক কিংবদন্তি বব ডিলানের মুখ। অভিনেতার ভাষ্যে, “যে মানুষগুলোকে তিনি সবচেয়ে গুরুত্ব দেন, যেমন পরিবার, বন্ধুবান্ধবসহ অন্যান্য খ্যাতনামা ব্যক্তি, যাদের তিনি প্রশংসা করেন, তারাই তার চিত্রকর্মে জায়গা করে নিয়েছেন।”

আরও পড়ুন: এবার জনি-অ্যাম্বারের মামলা নিয়ে প্রামাণ্যচিত্র!

বৃহস্পতিবার (২৮ জুলাই) একযোগে ডেপের ৭৮০টি চিত্রকর্ম বিক্রি হয়। এগুলোর মধ্যে ফ্রেমে বাঁধাই করা একেকটি ছবির মূল্য ছিল ৩৯৫০ পাউন্ড এবং চারটি ছবির পূর্ণাঙ্গ পোর্টফোলিও বিক্রি হয়েছে ১৪ হাজার ৯৫০ পাউন্ডে।

আরও পড়ুন: জনি ডেপের বিরুদ্ধে অ্যাম্বার হার্ডের যত অভিযোগ

ইনস্টাগ্রামে ডেপের পোস্ট দেখামাত্রই হইচই পড়ে যায় সবার মধ্যে। পোস্টের ক্যাপশনে ডেপ শুধু লিখেছিলেন, "এখন শুধু #ক্যাসলফাইনআর্ট এ রয়েছে।” সঙ্গে সঙ্গেই গ্যালারির ওয়েবসাইটে ঢুকতে ব্যস্ত হয়ে যান ভক্তরা।

আরও পড়ুন: এবার অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে মামলা!
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডেপের চিত্রকর্মকে ‍‍‘পপ আর্ট ও স্ট্রিট আর্ট এর সংযোগস্থল‍‍’ এবং ‍‍‘অনুভূতির সঙ্গে পপ আর্টের সংমিশ্রণ‍‍’ বলে আখ্যা দিয়েছে ক্যাসল ফাইন আর্টস। ডেপের চিত্রকর্মগুলো প্রদর্শন ও বিক্রির জন্য দীর্ঘদিন ধরে তার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিল এই গ্যালারি। ভবিষ্যতে অভিনেতার আরও অনেক চিত্রকর্ম প্রদর্শনের প্রত্যাশা করছে তারা।
 

Link copied!