অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার দরিদ্র পরিবারের সন্তান ছিলেন। রাজ প্রথমে কম্বলের ব্যবসা শুরু করেন। নেপাল থেকে পশমের কম্বল এনে লন্ডনে রপ্তানি করতেন। দ্রুত বড়লোক হওয়ার জন্য পর্ন ছবির নির্মাতা হন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা যায়।
গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজ কুন্দ্রা বলেছিলেন, “ছোটবেলা আমাদের পরিবার অভাব অনটনের মধ্য দিয়ে গেছে। আমার বাবা পরিবহনে আর মা কারখানায় কাজ করতেন। খুব কষ্টে সংসার চলত। প্রায় আঠারো বছর বয়সে কলেজ ছাড়ার পর থেকে রোজগার শুরু করি। নিজের খরচ নিজেই চালাতাম। যৌবনে পা রাখার সঙ্গে সঙ্গে নানা সময় নানা ব্যবসার সঙ্গে যুক্ত হই।”
আরও জানা যায়, রাজ কুন্দ্রার ব্যবসার প্রতি নেশা ছিল। নেপাল থেকে পশমের কম্বল এনে লন্ডনে রপ্তানি করতেন তিনি। এই ব্যবসাই তাকে উচ্চতায় পৌঁছে দেয়। পরে রাজ কুন্দ্রা বিনোদন জগতের সঙ্গে জড়িয়ে পড়েন। বলিউড অভিনেত্রী শিল্পাকে বিয়ে করেন। প্রথম স্ত্রী কবিতাকে ডিভোর্স দিয়েই শিল্পাকে বিয়ে করেন তিনি। টাকার নেশা যখন তাকে পেয়ে বসেছিল তখন তিনি পর্ন ছবি তৈরিতে মন দেন। গোপনে পর্ন ছবির নির্মাতা হয়ে যান।
যে রাজ এখন নামকরা ব্যবসায়ী, বিলাসবহুল বাড়ির মালিক, স্ত্রী বলিউডের সুন্দরী অভিনেত্রী, সেই রাজের ছোটবেলা কেটেছে অভাব অনটনে। কষ্টের জীবন রাজকে তাড়া করে বেড়ায়।
যে দারিদ্র দেখেছি, যে কষ্ট সহ্য করেছি, সেটা ভুলতেই দুহাতে রোজগার করি, দুহাতে উড়িয়ে দিই উল্লেখ করে রাজ কুন্দ্রা বলেন, “আমি টাকা খরচ করার সময় একটুও ভাবি না।”