শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত পাবনা জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘পাবনা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব সাস্ট’ এর নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে নৃবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী তিথি কুণ্ডুকে সভাপতি এবং বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. ফাউজুল আজীমকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আকিব হোসেন, শাহনেওয়াজ শিবলী ও আব্দুল ওয়াদুদ সাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক ইহসান মিরানি রুমি, অর্থ সম্পাদক মো. উবাইদ বিন সাদ, সহকারী অর্থ সম্পাদক আমাতুল মুমিতু, সাংগঠনিক সম্পাদক মো. আশিক হোসেন ও মো. নাইমুর রহমান, প্রচার সম্পাদক ইমরান হোসাইন, উপপ্রচার সম্পাদক সামিয়া ইসলাম, নারীবিষয়ক সম্পাদক মোছা. সিনথিয়া রহমান, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মো. শাকিল হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. ইসমাইল হোসেন আদনান, উপতথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. ছরোয়াদ্দিন হোসেন, সাংস্কৃতিক সম্পাদক রাইসা মালিহা ও মো. ইব্রাহিম খলিল, উপসাংস্কৃতিক সম্পাদক মো. কাফিউল্লাহ ও মোছা. জেসমিন নাহার আশা, দপ্তর সম্পাদক মো. সালাউদ্দিন আহমেদ ও রিদয় কুমার ঘোষ, উপদপ্তর সম্পাদক মো. ওমর সিদ্দিক ও এ. কে. এম শাহরিয়ার ইমরান, ক্রীড়া সম্পাদক সাকিব আল হাসান ও মো. কাওসার আহমেদ, সহকারী ক্রীড়া সম্পাদক মো. জনি মোল্লা ও মো. সোহাগ শেখ, সাহিত্য সম্পাদক মোছা. মায়া খাতুন, শিক্ষাবিষয়ক সম্পাদক মো. আব্দুস সবুর ও মেহজাবিন আরোবী।