• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

সড়ক দুর্ঘটনায় শাবি শিক্ষার্থীর মৃত্যু


শাবি প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১, ২০২৩, ০৮:৫৫ এএম
সড়ক দুর্ঘটনায় শাবি শিক্ষার্থীর মৃত্যু
রাকিবুল হাসান সিফাত

সড়ক দুর্ঘটনায় রাকিবুল হাসান সিফাত নামের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি রসায়ন বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বুধবার (১ নভেম্বর) ভোর ৪টার দিকে গোয়াইনঘাট থানার সালুটিকর তদন্ত কেন্দ্রের নিকটবর্তী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন গোয়াইনঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) খালিক।

এএসআই খালিক বলেন, “ভোর ৪টার দিকে আমরা তার মরদেহটি রাস্তার পাশ থেকে উদ্ধার করি। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। সন্দেহ করা হচ্ছে সে এক্সিডেন্ট করেছে।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী বলেন, “তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে নিয়ে আসা হচ্ছে। আমরা খবর পেয়েছি সে এক্সিডেন্ট করেছে। তবে এখনো বিস্তারিত জানা যায়নি।”

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!