ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘এ্যাভোলিউশন অব সাইবার ক্রাইম অ্যান্ড দ্য নিড অব সাইবার জুরিসপ্রুডেন্স ইন বাংলাদেশ: ইটস প্যানারোমা অ্যান্ড প্রসপেক্টস’ বিষয়ে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবনের আইন অনুষদের সম্মেলন কক্ষে আইন বিভাগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক আবু হানিফ।
সেমিনারে আইন অনুষদের সভাপতি অধ্যাপক ড. রেবা মণ্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দা সিদ্দীকা।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আইন বিভাগের অধ্যাপক ড. নুরুন নাহার, অধ্যাপক ড. আব্দুল করিম খান ও অধ্যাপক ড. আনিচুর রহমান।
এছাড়াও সেমিনারে বিভিন্ন বিভাগের প্রায় ৩০ জন শিক্ষক উপস্থিত ছিলেন। সেমিনারে গবেষক সাইবার ক্রাইম এবং বাংলাদেশের আইনশাস্ত্র সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করা হয়।















-20251226075252.jpeg)
























