• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

ইবির পাঠ্যসূচিতে জুলাই বিপ্লবের ইতিহাস অন্তর্ভুক্তির আদেশ


ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৫, ০৪:২৬ পিএম
ইবির পাঠ্যসূচিতে জুলাই বিপ্লবের ইতিহাস অন্তর্ভুক্তির আদেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পাঠ্যসূচিতে জুলাই বিপ্লবের ইতিহাস অন্তর্ভুক্তির আদেশ জারি করেছে প্রশাসন। মঙ্গলবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।

আদেশে বলা হয়, জুলাই বিপ্লব বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। এটি জাতির গণজাগরণ ও সংগ্রামের মহাকাব্যিক একটি চিত্র। চব্বিশের জুলাই-আগস্ট মাসের এই আন্দোলন শুধু দাবি পূরণের লড়াই ছিল না, ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠার একটি ঐতিহাসিক বিপ্লব।

এতে জুলাই বিপ্লবের চেতনা ছড়িয়ে দিতে সকল বিভাগের পাঠ্যসূচিতে জুলাই বিপ্লবের ইতিহাস অন্তর্ভুক্ত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আদেশ প্রদান করা হয়।

Link copied!