• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ৬ জ্বিলকদ ১৪৪৫

এইচএসসি পরীক্ষা শুরু ৬ নভেম্বর


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২২, ০২:০৬ পিএম
এইচএসসি পরীক্ষা শুরু ৬ নভেম্বর

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা ৬ নভেম্বর শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পরীক্ষায় প্রশ্নফাঁসের গুজব এবং নকলমুক্ত পরীক্ষা আয়োজনে আগামী ৩ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৯ অক্টোবর) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ কথা বলেন।

দীপু মনি বলেন, এইচএসসি ও সমমানের পরীক্ষা ৬ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ১৩ ডিসেম্বর। ব্যবহারিক পরীক্ষা চলবে ১৫ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত।

শিক্ষামন্ত্রী আরও বলেন, সারা দেশে ৯টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন পরীক্ষার্থী অংশ নেবে। দেশের মোট ২ হাজার ৬৪৯টি পরীক্ষাকেন্দ্রে ৯ হাজার ১৮১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করবে।

প্রতিছর ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা শুরু হলেও গত বছর করোনা মহামারির কারণে তা সম্ভব হয়নি। দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় গত বছর প্রায় ৯ মাস পর নভেম্বরের মাঝামাঝি এসএসসি পরীক্ষা নেওয়া হয়। আর এইচএসসি পরীক্ষা হয় ডিসেম্বরের প্রথম সপ্তাহে।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!