• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার ফল বৃহস্পতিবার


ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: জুন ৭, ২০২৩, ০৫:২৬ পিএম
ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার ফল বৃহস্পতিবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের ‘ব্যবসায় শিক্ষা’ ইউনিটের পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার (৮ জুন) প্রকাশ করা হবে।

বুধবার‌ (৬ জুন) দুপুরে কলা,‌ আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পর উপাচার্য এসব তথ্য জানান।

বৃহস্পতিবার বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করবেন।

এর আগে, গত ১৩ মে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রসহ দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৫০টি আসনের বিপরীতে ৪১ হাজার ৩৬৮ জন প্রার্থী আবেদন করেন। এ হিসেবে প্রতি আসনের জন্য পরীক্ষার্থী প্রায় ৪০জন (৩৯.৩৯)।

Link copied!