• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ২ জ্বিলকদ ১৪৪৬

গভীর রাতে রাবি রেজিস্ট্রারের বাড়িতে ককটেল বিস্ফোরণ


রাবি প্রতিনিধি
প্রকাশিত: মে ১, ২০২৫, ১২:১১ পিএম
গভীর রাতে রাবি রেজিস্ট্রারের বাড়িতে ককটেল বিস্ফোরণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও আরবি বিভাগের অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদের বাড়িতে তিনটি ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৩০ এপ্রিল) গভীর রাতে নগরীর বিনোদপুরের মণ্ডলের মোড়ে তার নিজ বাড়ির দরজার সামনে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

এদিকে এ হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানে তিনটি ককটেল বিস্ফোরণ করা হয়েছে। তবে কে বা কারা এটি করেছে, সেই বিষয়ে এখনো কিছু জানা যায়নি। এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। আমরা দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা করছি।”

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইফতিখারুল আলম মাসউদের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। তবে ঘটনার পর তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, “ফ্যাসিবাদী অপশক্তির জুলুম নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার ছিলাম। কোনো রক্তচক্ষুর ভয়ংকর হুমকি-ধামকি অন্যায়ের প্রতিবাদ করা থেকে বিরত রাখতে পারেনি! তবে তারা কখনো বাড়ি পর্যন্ত আসার ঔদ্ধত্য দেখাতে পারেনি। কিন্ত আজ আমার বাড়ির দরজায় গভীর রাতের অন্ধকারে হামলার সাহস দেখিয়েছে কাপুরুষের দল! এরা কারা! এদের শিকড়সহ উৎপাটনের দাবি জানাই।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব ফেসবুকে লিখেছেন, “এই প্রশাসন একটা টিম। এখানে কারও ওপর অন্যায় আঘাত, সকলের ওপর আঘাত। আমরা এই স্পিরিট ধারণ করি। প্রফেসর মাসউদের বাসভবনের গেইটে ককটেল ছোড়া হয়েছে - কথাটি ঠিক নয়। সরাসরি তার বাসায় ছোড়া হয়েছে। অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে গেছে। শাস্তি পেতে হবে।”

Link copied!