• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২, ২১ মুহররম ১৪৪৬

ঢাবি শিক্ষক সমিতির নির্বাচনে নীল দলের প্রার্থী চূড়ান্ত


ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২২, ০৯:৪৮ পিএম
ঢাবি শিক্ষক সমিতির নির্বাচনে নীল দলের প্রার্থী চূড়ান্ত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির ২০২৩ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এতে সভাপতি পদে পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া ও সাধারণ সম্পাদক পদে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক জিনাত হুদাকে মনোনয়ন দেওয়া হয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় নীল দলের অভ্যন্তরীণ সভা শেষে এ তথ্য জানা গেছে।

এছাড়া নীল দল সহ-সভাপতি পদে শামসুন নাহার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক লাফিফা জামাল, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. খাদেমুল হক, কোষাধ্যক্ষ পদে মহসিন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মাসুদুর রহমান এবং সদস্য পদে ১০ জনকে মনোনয়ন দিয়েছে।

Link copied!