• ঢাকা
  • বুধবার, ১৫ মে, ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ৬ জ্বিলকদ ১৪৪৫
শাবিতে অটোমেশন পদ্ধতি চালু

এখন থেকে সার্টিফিকেট উত্তোলনে অনলাইনেই আবেদন


শাবি প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৩, ০৩:০৩ পিএম
এখন থেকে সার্টিফিকেট উত্তোলনে অনলাইনেই আবেদন
ছবি: প্রতিনিধি

সম্প্রতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অটোমেশন সার্ভিস পদ্ধতি চালু হয়েছে।

বুধবার (২২ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন  কম্পিউটার ও তথ্য কেন্দ্র এবং আইসিটি সেলের পরিচালক অধ্যাপক মুহাম্মদ মাসুম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ে সার্ভিস অটোমেশন পদ্ধতি পুরোপুরি চালু হয়েছে। পদ্ধতিটিতে রয়েছে একাধিক মডিউল। মডিউলগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা ক্লিয়ারেন্স, প্রভিশনাল সার্টিফিকেট, গ্রেডশিট ইত্যাদি ডকুমেন্ট উত্তোলনের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।

এতে আরও বলা হয়, শিক্ষক ও কর্মকর্তাগণ পরিবহন, অডিটরিয়াম, ভার্চুয়াল ক্লাসরুম, খেলার মাঠ ইত্যাদি বুকিংয়ের জন্যেও অনলাইনে আবেদন করতে পারবেন।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!