• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২, ০৭ মুহররম ১৪৪৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ থেকে ৬ নেতার পদত্যাগ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২৪, ০৮:০২ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ থেকে ৬ নেতার পদত্যাগ

কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার করা মন্তব্যের প্রতিবাদ জানিয়ে সংগঠনের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের ছয় নেতা।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে তারা পদত্যাগের ঘোষণা দেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ শাখার সহসভাপতি মাহমুদুল হাসান সামি ও রসায়ন বিভাগ শাখার সহসভাপতি তাওসিফ কবির, মনোবিজ্ঞান বিভাগ শাখার সহসভাপতি রনি সরকার ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান, ভূগোল ও পরিবেশ বিভাগ শাখার সহসভাপতি মাহমুদুল হাসান নোমান এবং শিঞ্জন বসাক পদত্যাগ করেন।

মাহমুদুল হাসান নোমান ফেসবুকে লিখেন- “আমি নিজ ইচ্ছায় ও স্বজ্ঞানে ভূগোল ও পরিবেশ বিভাগ শাখা ছাত্রলীগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহসভাপতি পদ থেকে পদত্যাগ করলাম। সাধারণ শিক্ষার্থী হিসেবে ট্যাগ লাইনে বাকি দিন কাটাতে চাই।”

পদত্যাগের ঘোষণা দেওয়া তাওসিফ কবির বলেন, “আমি বঙ্গবন্ধুর আদর্শ মনে-প্রাণে ধারণ করি। ক্যাম্পাসের প্রথম দিন থেকেই ছাত্রলীগ করি; কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্য আমার মনে আঘাত করেছে। তাই সংগঠনের প্রতি পূর্ণ ভালোবাসা ও সম্মান রেখে পদত্যাগ করছি।”

Link copied!