• ঢাকা
  • মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ জ্বিলকদ ১৪৪৬

৩টি মাধ্যমিক বিদ্যালয় সরকারি হলো, প্রক্রিয়ায় আছে আরও


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২০, ২০২৫, ০১:৫২ পিএম
৩টি মাধ্যমিক বিদ্যালয় সরকারি হলো, প্রক্রিয়ায় আছে আরও
লোগো

আরও তিনটি মাধ্যমিক বিদ্যালয় সরকারি করা হলো। খুলনা ও নরসিংদীর তিনটি এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়কে সরকারীকরণ করা হয়েছে। সোমবার (১৯ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) বিভাগ থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, খুলনার খালিশপুর উপজেলার ‘প্লাটিনাম মাধ্যমিক বিদ্যালয়’, ফুলতলা উপজেলার ‘আলীম-ইস্টার্ন মাধ্যমিক বিদ্যালয়’ এবং নরসিংদী সদর উপজেলার ‘ইউ. এম. সি. আদর্শ বিদ্যালয়’-কে যথাক্রমে ‘প্লাটিনাম সরকারি মাধ্যমিক বিদ্যালয়’, ‘আলীম-ইস্টার্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়’ এবং ‘ইউ. এম. সি. সরকারি আদর্শ বিদ্যালয়’ নামে ঘোষণা করা হয়েছে।

এতে আরও বলা হয়, প্রচলিত বিধিবিধানের আলোকে এই তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের আত্তীকরণ করা হবে। তবে আত্তীকৃত শিক্ষক-কর্মচারীদের চাকরি বদলিযোগ্য হবে না। এ ছাড়া শিক্ষক-কর্মচারীদের সরকারীকরণের বিষয়টি জাতীয়করণ নীতিমালা অনুযায়ী বাস্তবায়ন করা হবে এবং প্রজ্ঞাপন জারির তারিখ অর্থাৎ ১৯ মে থেকে সরকারি কার্যক্রম শুরু হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে ধাপে ধাপে আরও কিছু এমপিওভুক্ত বিদ্যালয়কে সরকারি করা হবে। এসব প্রক্রিয়া মন্ত্রণালয়ের কার্যতালিকায় রয়েছে।
 

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!