• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

৩০ কেজির কালো পোয়া বিক্রি হলো ৭ লাখে


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২১, ০৯:৩১ এএম
৩০ কেজির কালো পোয়া বিক্রি হলো ৭ লাখে

কক্সবাজারের মহেশখালী মাতারবাড়িতে এক জেলের জালে ধরা পড়েছে বিশাল একটি কালো পোয়া মাছ। মাছটির ওজন প্রায় ৩০ কেজি। এটি বিক্রি হয়েছে সাড়ে ৭ লাখ টাকায়। 

রোববার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় সাগরে মাছটি ধরা পড়ে। এরপর মাছটি সাইরার ডেইল বাজারে সাড়ে ৭ লাখ টাকায় বিক্রি করা হয়।

জানা গেছে, মাতারবাড়ি সাইরার ডেইল এলাকার বহদ্দার ছৈয়দুল হকের জালে ধরা পড়ে ৩০ কেজি ওজনের কালো পোয়াটি। পরে স্থানীয় কয়েকজন জেলে সাড়ে ৭ লাখ টাকা দিয়ে কিনে নেন। 

বোটের মালিক ছৈয়দুল হক জানান, প্রায় ৩০ কেজি ওজনের কালো পোয়া ধরা পড়েছে। যেটি সাড় ৭ লাখ টাকায় স্থানীয় কয়েকজন কিনে নিয়েছে। আমার বোটে কালো পোয়া ধরা পড়ায় আমি অনেক খুশি ও লাভবান হয়েছি।

জেলা মৎস কর্মকর্তা এসএম খালেকুজ্জামান জানান, বন্ধ মৌসুমে মাছ ধরা বন্ধ থাকার সুফল পাচ্ছে জেলেরা। প্রজনন বৃদ্ধি ও ছোট মাছগুলো বড় হওয়ার সুযোগ পাওয়ায় জেলেরাও উপকৃত হচ্ছে। এর আগেও বড় বড় পোয়া মাছ পেয়ে অনেক জেলের কপাল খুলে গেছে। তবে এবার সব চেয়ে বড় পোয়া মাছ ধরা পড়েছে মহেশখালীর জেলেদের জালে।
 

Link copied!