বান্দরবান সদর উপজেলার রাজবিলায় ইউনিয়নের বাড়িতে ঢুকে স্ত্রীকে হত্যা করে স্বামীকে অপহরণ করেছে একদল অস্ত্রধারী সন্ত্রাসী।
বুধবার (৫ জানুয়ারি) রাত ৩টার দিকে ২ নম্বর ওয়ার্ডের থংজমা পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম পাইয়ইনু মারমা (৩০)। তার অপহৃত স্বামীর নাম রেথোয়াই মারমা (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রাতে খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন ওই দম্পতি। রাত ৩টার দিকে ৫-৬ জনের একটি অস্ত্রধারী তাদের বাড়িতে ঢুকে রেথোয়াই মারমাকে অস্ত্রের মুখে অপহরণের চেষ্টা করে। এ সময় স্ত্রী পাইয়ইনু মারমা বাধা দেন। এতে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে পাইয়ইনু মারমাকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এরপর রেথোয়াই মারমাকে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা।
রাজবিলা ইউনিয়নে চেয়ারম্যান ক্যঅংপ্রু মারমা বলেন, “রাতে স্ত্রীকে খুন করে স্বামীকে অপহরণ করে নিয়ে গেছে বলে খবর পেয়েছি। তবে ঘটনার বিস্তারিত সম্পর্কে জানতে পারিনি।”
বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, “ঘটনাটি আমরা শুনেছি। এখন টিম নিয়ে ঘটনাস্থলে যাচ্ছি। হত্যা ও অপহরণের মূল কারণ এখনো জানা যায়নি।”