• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

স্টার লাইন কারখানায় আগুন, নেভাতে ১১ ইউনিট


ফেনী প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৫, ২০২২, ০৪:৩৯ পিএম
স্টার লাইন কারখানায় আগুন, নেভাতে ১১ ইউনিট

ফেনীর কাশিমপুরে স্টার লাইন ফুড প্রোডাক্টসের কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

শুক্রবার (২৫ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি।

পূর্ণচন্দ্র মুৎসুদ্দি বলেন, “আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে। আরও ইউনিট বাড়ানোর চেষ্টা চলছে। কীভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি।

স্টার লাইন ফুড প্রোডাক্টসের পরিচালক মাইন উদ্দিন বলেন, “শুধু জানি ভয়াবহ আগুন লেগেছে। কীভাবে লেগেছে, তা এখনো জানতে পারিনি।”

Link copied!