• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

সেই ভাইরাল আলমগীরকে খুঁজছে পুলিশ


বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২২, ০৯:১১ এএম
সেই ভাইরাল আলমগীরকে খুঁজছে পুলিশ

ভাতের বিনিময়ে পড়াতে চাওয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল সেই আলমগীর কবিরকে খুঁজছে পুলিশ। সত্যি তার সাহায্য প্রয়োজন, নাকি অন্য কোনো উদ্দেশ্য কাজটি করা হয়েছে, তা নিশ্চিত হওয়ার জন্য আলমগীরের খোঁজ করা হচ্ছে। তবে আলমগীরের নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে।

বিষয়গুলো নিশ্চিত করে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, “আমরা তার সন্ধান করছি। তবে মোবাইল ফোনে তাকে পাওয়া যায়নি। মূলত তার কোনো সমস্যা আছে কি না, তা থাকলে তার কী ধরনের সহায়তা প্রয়োজন, সেটি নিশ্চিত হতে তার খোঁজ করা হচ্ছে। তবে এখনো আমরা তার সন্ধান পাইনি।”

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া মুখপাত্র শরাফাত ইসলাম জানান, বিজ্ঞাপন দেওয়া ব্যক্তির মানবিক কোনো সাহায্যে প্রয়োজন কি না, এ জন্য তার খোঁজ করা হচ্ছে। তবে তার মোবাইল ফোন নম্বরটি বন্ধ।

ভাতের বিনিময়ে পড়াতে চেয়ে বিজ্ঞাপন নিয়ে দেশব্যাপী আলোচনায় আসেন আলমগীর। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স করেছেন। বগুড়া শহরের জহুরুলগর একতলা মসজিদ এলাকার পাশের একটি বাড়িতে থাকেন তিনি।

Link copied!