সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য এবং ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার হুমকি দেওয়ায় পুলিশ সুপার নাছির উদ্দীন আহমেদকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবি করেছেন জামালপুরে কর্মরত গণমাধ্যমকর্মীরা।
শনিবার (৪ ডিসেম্বর) দুপুরে জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধনও করেছেন তারা।
প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১ এর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ, শোয়েব হোসেন, আজিজুর রহমান ডল, জাহাঙ্গীর আলম, মোস্তফা মনজু, ফজলে এলাহামী মাকাম, সুলতান আলম, বজলুর রহমান, জাহিদ হাবিব, মুখলেছুর রহমান লিখন, আনোয়ার হোসেন মিন্টু, নুরুল হক জঙ্গী, মাহফুজুর রহমান ও শাহ জামাল প্রমুখ।
সাংবাদিকরা বলেন, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) মেলা সম্পর্কে অবহিত করার জন্য শুক্রবার (৩ ডিসেম্বর) রাতে সাংবাদিকদের ডাকেন পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ। এ সময় প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান উপস্থিত না হওয়ায় পুলিশ সুপার ক্ষিপ্ত হন। সভাপতি ও সাধারণ সম্পাদককে ধরে এনে পিটিয়ে চামড়া তুলে নেওয়ার হুমকি দেন। এ ঘটনায় জামালপুরে কর্মরত সব সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।