• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

শ্বশুরবাড়ি যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত


বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২২, ০৯:২০ এএম
শ্বশুরবাড়ি যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত

বগুড়ার শাজাহানপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় পাবনা থেকে মোটরসাইকেল যোগে শ্বশুরবাড়ি যাওয়ার পথে কামাল উদ্দিন (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে শাজাহানপুর উপজেলার ফটকি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামাল উদ্দিন কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার জগদ্দল গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। তিনি স্কয়ার ফার্মাসিউটিক্যালস কোম্পানির সিকিউরিটি ইনচার্জ হিসেবে পাবনায় কর্মরত ছিলেন।

জানা গেছে, কামাল উদ্দিন মোটরসাইকেল যোগে পাবনা থেকে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলায় শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অজ্ঞাত একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মহাসড়কে ছিটকে পড়ে কামাল উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ মহাসড়কের পাশ থেকে মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) আহসান হাবীব জানান, দুর্ঘটনার পরপর ট্রাকটি পালিয়ে যাওয়ায় সেটিকে শনাক্ত করা যায়নি। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Link copied!