নারায়ণগঞ্জে শীতলক্ষ্যায় কার্গোর ধাক্কায় ডুবে যাওয়া যাত্রীবাহী লঞ্চ এম এল আফসার উদ্দিন-২ উদ্ধার হয়েছে। এর আগে রোববার দুপুর আড়াইটার দিকে লঞ্চটি ডুবে যায়।
সোমবার (২১ মার্চ) ভোর সাড়ে পাঁচটার দিকে লঞ্চটি টেনে এনে নদীর পাড়ে আলামিননগর এলাকায় রাখা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আরেফিন জানান, ডুবে যাওয়া লঞ্চ উদ্ধারকারী জাহাজ দিয়ে টেনে নদীর তীরে নেওয়া হয়েছে। সেটিতে তল্লাশি চালিয়ে কোনো লাশ পাওয়া যায়নি। তবে নদীতে তল্লাশি চালানো হচ্ছে।
লঞ্চডুবির সময় বেশির ভাগ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ ছিলেন কয়েকজন। আজ সকাল পর্যন্ত এ ঘটনায় দুই শিশুসহ ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে।
নারায়ণগঞ্জ সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, এখনো চারজন নিখোঁজ আছেন। লাশের খোঁজে নদীতে তল্লাশি চালানো হচ্ছে।
লঞ্চকে ধাক্কা দেওয়া কার্গো রূপসী-৯ গতকালই মুন্সিগঞ্জের হোসেনদি এলাকা থেকে জব্দ করে নৌ পুলিশ। কার্গোর মাস্টারকে আটক করা হয়েছে।