• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

মাদক মামলায় একজনের যাবজ্জীবন


নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২২, ০২:১২ পিএম
মাদক মামলায় একজনের যাবজ্জীবন

নড়াইলে মাদক মামলায় রেজাউল ইসলাম রেজা (৪৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার(৩ ফেব্রুয়ারি) জেলা দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন। 

দণ্ডপ্রাপ্ত রেজাউল ইসলাম যশোরের বেনাপোল পোর্ট থানার বালুন্ডা (পূর্বপাড়া) এলাকার গোলাম কুদ্দুস মোল্যার ছেলে।

মামলা বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১৩ অক্টোবর নড়াইল সদর থানার সিংগাশোলপুর দক্ষিণপাড়া পাকা রাস্তার ওপরে পুলিশ যাত্রী বাস থামিয়ে যাত্রীদের তল্লাশি করে। এ সময় রেজাউল ইসলাম রেজা নামের যাত্রীকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, তার হাতে থাকা ব্যাগে ফেনসিডিল আছে। পুলিশ সাক্ষীদের সামনে আসামির হাতে থাকা ব্যাগ হতে ৫২ বোতল ফেনসিডিল জব্দ করে। এ ঘটনায় নড়াইল সদর থানায় মামলা করে পুলিশ।

Link copied!