বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন, সাপ্তাহিক ছুটি ও পবিত্র শবেবরাত উপলক্ষে টানা তিনদিন সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে সবধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) থেকে ছুটি শুরু হয়েছে।
আগামী রোববার (২০ মার্চ) থেকে আবারও যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে। তবে ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন।
ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মাকসুদ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, “বৃহস্পতিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, শুক্রবার সাপ্তাহিক ছুটি এবং শনিবার পবিত্র শবেবরাত উপলক্ষে বৃহস্পতিবার থেকে আগামী শনিবার পর্যন্ত টানা টানা তিনদিন বন্ধ থাকবে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। বিষয়টি আমাদের পক্ষ থেকে ভারতীয় ব্যবসায়ীদের এক চিঠির মাধ্যমে জানানো হয়েছে।”
তবে, আগামী রোববার থেকে আবারও যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে বলে তিনি আরও জানান।
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশনের ওসি জাহাঙ্গীর হোসেন খান জানান, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন।