• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

বৃদ্ধকে গলা কেটে হত্যা


রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২১, ২০২২, ০৮:৪৫ এএম
বৃদ্ধকে গলা কেটে হত্যা

রাজবাড়ী গোয়ালন্দের ছোটভাকলায় খলিল উদ্দিন শেখ (৬০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে ও গলা কে‌টে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (২০ মার্চ) সন্ধ্যা সাড় ৭টার দিকে ইউনিয়নের ভাগলপুর চর মৌকুড়ীর খানকা শরীফ এলাকায় এ ঘটনা ঘ‌টে।

নিহত খ‌লিল শেখ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের ভাগলপুর মাইটকুড়া গ্রামের হাচেন শেখের ছেলে। তিনি পেশায় একজন কৃষক।

নিহ‌তের জামাই ফরহাদ সরদার জানান, রাত ৮টার দি‌কে স্থানীয় সা‌ব্বির না‌মের এক কি‌শোর ওই এলাকার কলাবাগা‌নের পা‌শ দি‌য়ে যাবার সময় তার শ্বশুর‌কে ক্ষতবিক্ষত রক্তাক্ত অবস্থায় প‌ড়ে থাক‌তে দে‌খে চিৎকার দেয়। এ সময় স্থানীয়রা এগি‌য়ে গি‌য়ে দে‌খেন তার শ্বশু‌রের গলা কাটা অবস্থায় প‌ড়ে র‌য়ে‌ছেন।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বিষয়‌টি নি‌শ্চিত করে জানান, ঘটনার অনুসন্ধান চলছে। ঘটনার সঙ্গে জ‌ড়িত‌দের শনাক্ত ক‌রে আইনের আওতায় আনা হবে। সে বিষ‌য়ে পু‌লিশ তৎপরতা শুরু ক‌রে‌ছে।

Link copied!