• ঢাকা
  • সোমবার, ০৭ জুলাই, ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২, ১১ মুহররম ১৪৪৬

নিজের বন্দুকের গুলিতে বনকর্মী নিহত


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: মে ১৮, ২০২২, ০৯:১৭ পিএম
নিজের বন্দুকের গুলিতে বনকর্মী নিহত

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় নিজের বন্দুকের গুলিতে আখতারুজ্জামান (৪০) নামে এক বনকর্মী নিহত হয়েছেন। বুধবার (১৮ মে) বেলা ২টার দিকে উপজেলার ভোমরিয়া ঘোনা রেঞ্জের ভাদিতলা বাগানে এ ঘটনা ঘটে।

ঈদগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্দুল হালিম জানান, সকালে আখতারুজ্জামান এক সহকারী নিয়ে বাগানে নিয়মিত টহলে যান। সেখানে তার নামে এন্ট্রি করা বন্দুকটিতে ত্রুটি দেখা দিলে নিজেই মেরামতের চেষ্টা করেন। একপর্যায়ে এক রাউন্ড গুলি বের হয়ে তার গলায় লেগে অপর প্রান্ত দিয়ে বের হয়ে যায়। খবর পেয়ে সহকর্মীরা তাৎক্ষণিক উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

Link copied!