খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে সহিংসতায় আহত হয়েছেন ২০ জন।
রোববার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার কবাখালি বোয়ালখালি ও মেরুং ইউনিয়নে মেম্বার ও চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে এ সংঘর্ষ হয়।
মেরুং ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা মাঈন উদ্দিন জানান, বাঁচা মেরুং কেন্দ্রে ব্যালট ছিনিয়ে নিলে দুই মেম্বার প্রার্থীর মধ্যে সংঘাতে ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়। হাজাধন কার্বারী পাড়াতেও সংঘর্ষের ঘটনা ঘটে। দুই কেন্দ্রে আহত হন ১৭ জন। এছাড়া কবাখালির হাচিনসনপুর কেন্দ্রে সংঘর্ষে আরও ৩ জন আহত হন। আহতদের দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ সময় কবাখালি ইউনিয়নে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলা করে দুর্বৃত্তরা।
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহামিদা মোস্তফা জানান, কয়েকটি কেন্দ্রে সংঘাতের ঘটনা ঘটেছে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের গাড়িতে ঢিল ছুঁড়েছে দুর্বৃত্তরা। কিছুক্ষণ স্থগিত থাকার পর পুনরায় ভোট গ্রহণ শুরু হয়।