কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ১০৪ জন বিদেশগামীসহ আরও ২১১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৮ দশমিক ১ শতাংশ। তবে এই সময়ে কেউ মারা যাননি। একই সময়ে সুস্থ হয়েছেন ৪৫ জন।
রোববার (৩০ জানুয়ারি) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য পাওয়া যায়।
তথ্য অনুযায়ী, এ পর্যন্ত কুমিল্লায় পরীক্ষার জন্য ২ লাখ ১৩ হাজার ৯৯৯ জনের নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে ২ লাখ ১১ হাজার ৮৯৪ জন। এর মধ্যে ৪১ হাজার ৭৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় সুস্থ হয়েছেন ৩৮ হাজার ৪৮৬ জন। মারা গেছেন ৯৬০ জন।