• ঢাকা
  • বুধবার, ১৫ মে, ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ৬ জ্বিলকদ ১৪৪৫

নোয়াখালীতে বিস্ফোরক ও চাঁদাবাজি মামলায় যুবদল নেতা গ্রেপ্তার


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: মে ৩১, ২০২৩, ০৬:৪১ পিএম
নোয়াখালীতে বিস্ফোরক ও চাঁদাবাজি মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগ উপজেলার ৪নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন যুবদল সভাপতি ইসমাইল মেম্বারকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩১ মে) বিকেলে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

ইসমাইল মেম্বার উপজেলার পশ্চিম ছাতারপাইয়া গ্রামের চাঁনগাজী মজুমদার বাড়ির মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ইসমাইলের বিরুদ্ধে সেনবাগ থানায় বিস্ফোরক, চাঁদাবাজি ও পুলিশের উপর হামলাসহ ৭ টি মামলা রয়েছে। বুধবার ভোরে সেনবাগ থানা পুলিশের একটি দল তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বুধবার বিকেলে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।”   
 

Link copied!